মাহমুদুল হাসান,যশোর ঃ যশোরের শার্শা ও বেনাপোল পোর্টথানা পুলিশের পৃথক অভিযানে ২৮৬ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সহ ৬ মাদক ব্যাবসায়ী আটক হয়েছে।
আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের গোলাম সরোয়ারের ছেলে আতাউর রহমান (২৩), বেনাপোল পোর্টথানাধীন গাতিপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে বিল্পব হোসেন (৩৩), আলী হোসনের ছেলে আব্দুল্লাহ(২০), সিরাজ ব্যাপারীর ছেলে হাফিজুর রহমান (২৭),ইউনুচ মোল্লার ছেলে মাহাবুবুর রহমান (৩১) ও মিজানুর রহমানের ছেলে রেজাউল ইসলাম(৪০)।
সোমবার (৮ ফেব্র:) রাতে কায়বা ইউনিয়নের রাড়ীপুকুর পাকারাস্তার উপর হতে আতাউর রহমান কে নাম্বার বিহীন ১টি এ্যাপচি মোটরসাইকেল সহ আটক করেন বাঁগআচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। এ সময় তল্লাশী চালিয়ে বিশেষ কৌশলে লুকানো ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। বাঁগআচড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস ফেন্সিডিল সহ যুবক আটকের কথা নিশ্চিত করে জানান,আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।
একই তারিখে বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে গাতিপাড়া টু দৌলৎপুর সড়কের পাশে অবস্থিত প্রাইমারী স্কুলের সামনে পাকা রাস্তার উপর হতে ২৫০ বোতল ফেন্সিডিল সহ ৫ জন মাদক ব্যাবসায়ী আটক হয়। বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরনের পক্রিয়া চলছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply