টাঙ্গাইল প্রতিনিধিঃ (দুসস নিউজ)
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আরেকটি ভাটার মালিক অফিসে তালা লাগিয়ে পালিয়ে যাওয়ায় সেটি উচ্ছেদ করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি সোমবার উপজেলার দেউলাবাড়ি, ধলাপাড়া এবং রসুলপুর ইউনিয়নে এসব অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এ অভিযানে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মোজাহিদুল ইসলাম ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মোজাহিদুল ইসলাম টেলিফোনে বলেন, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন বিধি লংঘনের দায়ে সততা ইট ভাটার মালিককে সাত লাখ, মামনি ইটভাটাকে ছয় লাখ, যমুনা ইটভাটাকে পাঁচ লাখ, সাগর ইটভাটাকে ছয় লাখ ও এসবি ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে স্বর্ণা ইটভাটার মালিক অফিসে তালা লাগিয়ে পালিয়ে যাওয়ায় ওই ভাটাটি উচ্ছেদ করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply