নইন আবু নাঈম,বাগেরহাট সংবাদদাতাঃ
বাগেরহাটের বিদায়ী পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেছেন,বাগেরহাটই আমার সেকেন্ড হোম দু দফায় প্রায় ১১ বছর এই বাগেরহাটে কর্মরত থেকে কাজ করেছি,জেলার আইন শৃংখলা রক্ষার জন্য দিন রাত কাজ করেছি কতটুকু মানুষ শান্তিতে ঘুমিয়েছে সেটা আপনারাই ভালো যানেন।
মাদক মুক্ত বাগেরহাট গড়তে আপনাদের সার্বিক সহযোগীতা পেয়েছি,সে জন্য আমি যেখানেই থাকিনা কোনো আপনাদের সবার কথা আমার সাড়া জীবন মনে থাকবে, দীর্ঘ ১১ বছর বাগেরহাটে থেকে মনে হয়েছে এটাই আমার সেকেন্ড হোম।গতকাল সন্ধ্যায় বাগেরহাট প্রেস ক্লাবে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে বিদায়ী সংবর্ধনা সভায় তিনি একথা বলেন।
বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নীহার রজ্ঞন সাহার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ্জ বাকী তালুকদারের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা সভায় দীর্ঘ ১১ বছর বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের ভুয়সী প্রসাংশা করে বক্তৃতা করেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ,বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এবি এম মোশাররফ হোসাইন,এ্যাড: এম ডি মোজাফ্ফর হোসেন,শেখ আহসানুল করিম,বাবুল সরদার,আহাদ উদ্দিন হায়দার,শেখ দেলোয়ার হোসেন,বর্তমান সহসভাপতি নকিব সিরাজুল হক,যুগ্ন সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন,সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব,মোয়াজ্জেম হোসেন মজনু,সাবেক সাধারন সম্পাদক,মো: কামরুজ্জামান,এম আকবর টুটুল এছাড়াও বাগেরহাট প্রেস ক্লাবের সদস্য শওকাত আলী বাবু,বাবু অরিন্দম দেবনাথ,এস,এম সামসুর রহমান,হেদায়েত হোসেন লিটন,তরফদার রবিউল ইসলাম,ফকির হাসান আলী,খন্দকার আকমল উদ্দিন সাকি,এস,এম,রাজ,মাসুদুল হক,এস,এম,সোহান,অলীপ ঘটক,মো: আবু সাঈদ প্রমুখ। সভায় বাগেরহাটের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply