টাঙ্গাইল প্রতিনিধিঃ
কঠোর লকডাউন ঘোষণার পর থেকে রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ। এজন্য চাপ বেড়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও। সোমবার (১২ এপ্রিল) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক ৩০ হাজারের অধিক যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে সোয়া দুই কোটি টাকা। যা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ। সেতু কর্তৃপক্ষের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
পণ্যপরিবহনে নিয়োজিত যানবাহন, ট্রাক, পিকআপভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন ছাড়াও বিপুল সংখ্যক যাত্রীবাহী বাস সেতু দিয়ে পারাপার হয়েছে বলে জানা গেছে।
এদিকে সকাল থেকেই উত্তরবঙ্গমুখী সড়কে বেড়েছে অতিরিক্ত যানবাহনের চাপ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহন বৃদ্ধি পাচ্ছে। মালবাহী ট্রাকসহ খোলা ট্রাকে, পিকআপ, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়িতে ফিরছেন যাত্রীরা। করোনা সংক্রমণ ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন তারা।
অন্যদিকে দূরপাল্লার গণপরিবহণ চলাচল বন্ধের ঘোষণা থাকলেও মহাসড়কে বাস চলাচল করতে দেখে গেছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ‘সকালের চেয়ে যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও যানবাহন থেমে নেই।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply