কক্সবাজার জেলা প্রতিনিধি এম সোহাইল চৌধুরী।
০৪/০৫/২০২১ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি অটোরিকশা এবং হাইয়েছ মাইক্রোবাস থেকে পটিয়া থানাধীন মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশন এর বিপরীতে ৩,২০০ (তিন হাজার দুইশত) পিস ইয়াবা সহ কক্সবাজারের ০২ জন ইয়াবা পাচারকারী ও ফরিদপুর জেলার ০১ জন ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করা হয়। তন্মধ্যে মোঃ ইলিয়াচ(৪০) এর একাধিক মাদক মামলার আসামী। তাদের বিরুদ্ধে ০২ টি মাদক মামলা দায়ের করা হয়। তারা চট্টগ্রাম ও ফরিদপুরের উদ্দেশ্যে ইয়াবাগুলো ট্রানজিট করতেছিলো। ইতিপূর্বেও তারা ইয়াবা পাচারে জড়িত ছিলো।
আসামী (১) মোঃ জাবের (২৭), পিতাঃ মোঃ সুলতান, মাতাঃ মরিয়ম খাতুন, সাংঃ বালুখালী-২ শরণার্থী ক্যাম্প-১৯, ব্লক-সি-৪, শেড নং-০০০৯১৮, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার। ও আসামী-(২) মোঃ সৈয়দুল ইসলাম (৩৬), পিতাঃ আবুল হোসেন, মাতাঃ শহর বানু, স্থায়ী সাংঃ মিলন ছড়ি, পোঃ বান্দরবান-৬৬০০, থানাঃ বান্দরবান সদর, জেলাঃ বান্দরবান; বর্তমান ঠিকানাঃ আক্তারের বাড়ি, বাস টার্মিনাল, কক্সবাজার পৌরসভা, থানাঃ কক্সবাজার সদর, জেলাঃ কক্সবাজার। তাদের বিকাল প্রায় ০৪ঃ০০ ঘটিকায় সিএনজি অটোরিকশা থেকে ২,২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পটিয়া’য় ০১ টি নিয়মিত মামলা দায়ের হয়।
এবং
(২) মোঃ ইলিয়াছ (৪০), পিতাঃ মৃত ইউছুফ, মাতাঃ মৃত রাবেয়া বেগম, সাংঃ বাবুর কাইচাইল (বড় বাড়ি), ওয়ার্ড নং-০৬, কাইচাইল ইউনিয়ন পরিষদ, থানাঃ নগর কান্দা, জেলাঃ ফরিদপুর। তাকে বিকাল প্রায় ০৫ঃ০০ ঘটিকায় হাইয়েচ মাইক্রোবাস থেকে ১,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পটিয়া’য় নিয়মিত মামলা দায়ের করা হয়। সে একাধিক মাদক মামলার আসামী।সে ফরিদপুরের উদ্দেশ্যে ইয়াবাগুলো পাচার করছিল।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply