নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন যশোর থেকে।
বাংলাদেশ ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা বন্ধ হলেও গত ৯ দিনে আটকে পড়া ১৫৮০ জন বাংলাদেশী নাগরিক দেশে ফিরেছেন এবং ভারতে ফিরে গেছে ১৪৭ জন। এই সময়ে ভারত এ চিকিৎসা নিতে যাওয়া ১৮ জন বাংলাদেশী নাগরীক করোনা পজিটিভ হয়ে দেশে ফিরেছে। বুধবার (৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব। তিনি আরও জানান, বাংলাদেশ সরকার ভারতের করোনার নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ রোধে ২৬ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য বাংলাদেশ ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা ছিল।
এতে করে ভারতে আটকে পড়া কয়েক হাজার বাংলাদেশী নাগরীক পাসপোর্ট যাত্রী। যেসব আটকে পড়া পাসপোর্ট যাত্রীরা নিজ দেশে ফিরতে হলে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশী উপ-হাইকমিশনার এর কাছ থেকে এনওসি নিয়ে এবং ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর ল্যাবের করোনা টেস্টের সনদ নিয়ে দেশে ফেরত আশার নির্দেশনা দেন বাংলাদেশ সরকার। সেই মোতাবেক গত ৯ দিনে ১৫৮০ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী দেশে ফিরলো এবং বাংলাদেশে আটকে পড়া ১৪৭ জন ভারতীয় নাগরীক পাসপোর্ট যাত্রী দেশে ফিরে গিয়েছন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এর স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ডা. আবু তাহের জানান, করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার ২৬ এপ্রিল থেকে ১৪ দিন ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে যারা ভারতে আটকে পড়েছে শুধু তারাই কলকাতায় নিযুক্ত বাংলাদেশী উপ-হাইকমিশনারের কাছ থেকে এনওসি নিয়ে দেশে ফিরছেন। এছাড়া যেসব পাসপোর্ট যাত্রী দেশে ফিরছেন তাদের বাধ্যতামূলক বেনাপোল আবাসিক হোটেল, ঝিকরগাছার গাজিরদরগা এতিমখানায়, যশোরের বিভিন্ন হোটেল এবং খুলনায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে রাখা হচ্ছে।
তিনি আরও জানায়, বেনাপোল ও যশোর আবাসিক হোটেল এ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে জায়গা না থাকায় এখন থেকে খুলনায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। যেসব যাত্রী করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে দেশে ফিরছেন তাদের যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে করোনা ইউনিটে পাঠানো হচ্ছে। বাংলাদেশ সরকার ভারত এ করোনায় নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ রোধে ২৬ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা আছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply