মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী দুমকি উপজেলা একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ উপজেলা হওয়া সত্ত্বেও এখানে নেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। শেখ হাসিনা সেনানিবাস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুমকি ঐতিহ্য বাহি পিরতলা বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাংক, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ পাঁচটি ইউনিয়ন জনগুরুত্বপূর্ণ এই উপজেলা, একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন অত্যন্ত জরুরী।অতিসম্প্রতি দুমকি উপজেলা লেবুখালি, মুরাদিয়া, আংগারিয়া ইউনিয়নের অবস্থিত বেশ কয়েকটি বাড়ি ঘর গভীর রাতে বিদ্যুতের সর্টসার্কিটের কারণে আগুন ধরে যায়। টিন সেটের বাড়ি গভীর রাতে আগুনে ভষ্মিভূত হয়ে যায়।
উদাহরণ দেয়া এ তিনটি ইউনিয়নের ঘটনায় আগুন নেভাতে প্রথমে স্থানীয়দের প্রচেষ্টা ও পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সার্বিক চেষ্টার কর্মযজ্ঞ প্রশংসনীয় তবে ফায়ার সার্ভিস কর্মীদের ক্ষতিগ্রস্ত ঘটনাস্থলে পৌছুতে বেশ সময় লাগে। কেননা পটুয়াখালী ও দুমকি থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। আবার দুমকি উপজেলা থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার ও এলাকার দূরত্ব স্থানভেদে প্রায় ১০-১৫ কিলোমিটার। সবমিলিয়ে দূরত্ব আর নাজুক রাস্তাঘাটের কারণে যে কোন দুর্ঘটনায় উদ্ধারকারী অন্যতম এ সংস্থাটি দেখা পেতে উপজেলাবাসীকে অপেক্ষা করতেই হয় দীর্ঘক্ষণ। আগুন ধরে যাওয়ার পাশাপাশি সড়ক দূর্ঘটনাসহ অন্যান্য দুর্ঘটনা ও দুর্যোগের বিশেষ সহায়ক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন দুমকি উপজেলায় স্থাপন অত্যন্ত জরুরী ও সময়ের দাবিতে পরিণত হয়েছে। পটুয়াখালী দুমকি উপজেলার পাঁচটি ইউনিয়নের সুবিধাজনক যেকোন স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি স্টেশন স্থাপন করতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।
সৈয়দ তরিকুল এন্টারপ্রাইজ, প্রোপাইটর সৈয়দ আমিনুল ইসলাম, দুমকি, পটুয়াখালী।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply