নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন যশোর থেকে।
গতকাল শনিবার ‘ঘরবন্দি দুর্বিষহ জীবন জাপন যশোরের কেশবপুর উপজেলায় হিজড়াপল্লীর বাসিন্দাদের’ শিরোনামে প্রকাশিত সংবাদ উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হওয়ায় খাদ্যসামগ্রী পেলেন তৃতীয় লিঙ্গের মানুষ। রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে ওই তৃতীয় লিঙ্গের মানুষদের (হিজড়া) দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর আয়ুব খান সহ অনেক গুনি জন।
খাদ্যসামগ্রী পেয়ে কিনারি বয়াতী, সোনালী, তৃষা ও সোনিয়া বলেন, দৈনিক সংবাদ প্রত্তিকায় আমাদের দুঃখ কষ্টের কথা তুলে ধরায় ইউএনও স্যার খাদ্যসামগ্রী দিয়েছেন। এটা দিয়ে আমরা কিছুদিন চলতে পারবো এবং আমরা খুবই খুশি হয়েছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, তারা আগ্রহী থাকলে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply