টাঙ্গাইল প্রতিনিধিঃ
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। কিন্তু ঈদের আমেজ যেন এখনও রয়ে গেছে টাঙ্গাইলবাসীর মনে। লকডাউনের প্রথম দিনে (শুক্রবার) বিধিনিষেধ উপেক্ষা করে জেলার তিনটি বিনোদনকেন্দ্রে উপচেপড়া ভিড় দেখা গেছে। এতে সংশ্লিষ্ট এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিন বাসাইল উপজেলার বাসুলিয়া, কালিহাতী উপজেলার বঙ্গবন্ধুসেতু সংলগ্ন ভ্রমণকেন্দ্র (গড়িলাবাড়ি, যমুনার নিউ ধলেশ্বরীর মোহনায় বেলটিয়া এবং আলীপুর) ও ঘাটাইল উপজেলার দেওপাড়া-ধলাপাড়া সড়কের কাটাখালী এলাকায় ঘুরতে যান শত শত মানুষ। তাদের বেশিরভাগের মুখেই ছিল না মাস্ক। স্বাস্থ্যবিধি ছিল চরমভাবে উপেক্ষিত।
দেখা গেছে, কেউ নৌকা ভাড়া নিয়ে, কেউবা আবার তীরে দাঁড়িয়ে উত্তাল যমুনার সৌন্দর্য উপভোগ করছেন।
বাসাইলের বাসুলিয়া বিলে দেখা গেছে নৌকা নিয়ে উচ্চস্বরে গানের তালে তালে চলেছে উদ্যাম নাচ। ইতোপূর্বে বৃহস্পতিবার এ বিলে নৌকা নিয়ে পিকনিকে হৈ চৈ করতে গিয়ে ৩৮ জন যাত্রী নিয়ে একটি নৌকা তলিয়ে যায়। যদিও সেদিন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে, দেওপাড়া-ধলাপাড়া সড়কের কাটাখালীতে রীতিমত পসরা সাজিয়ে ২০ টাকার টিকিটের মাধ্যমে কফি হাউসে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী ও কতিপয় রাজনীতিবীদদের ছত্রচ্ছায়ায় লকডাউন উপেক্ষা করেই চলছে এসব বিনোদনকেন্দ্র। বিনোদনকেন্দ্রের নাম ব্যবহার করে তারা পেতেছেন ব্যবসার ফাঁদ। এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি।
এ বিষয়ে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর হোসেন জানান, খবর পেয়ে তিনি ভ্রাম্যমান আদালত নিয়ে বাসুলিয়ার দিকে যাচ্ছেন।
কালিহাতী ইউএনও রুমানা তানজিন অন্তরা জানান, লকডাউন বাস্তবায়নে একটি ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে। তিনিও ওই এলাকায় মোবাইল টিম পাঠাচ্ছেন।
ঘাটাইল ইউএনও (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন জানান, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply