মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি
বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার সংলগ্ন দক্ষিনের রাস্তা হাজিরহাট রোডে রাতের আধারে সরকারি রাস্তার পাশের গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগের সভানেত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (২সেপ্টেম্বর-২০২১ ইং) তারিখ সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় কাশীপুর বাজার এলাকায় দুইশ মিটার দুরত্বে শ্রমিক দিয়ে প্রভাবশালীরা গাছ কেটেছে এমনটাই খবর পাওয়া যায়।
সরেজমিন অনুসন্ধানে গেলে দেখা যায়, কাশিপুর বাজার হতে হাজির হাট যেতে মুল সড়কের পাশে রোপনকৃত চাম্বল ও মেহগনি ৪ টি গাছ কেটে নিয়েছেন অত্র এলাকার ওয়ার্ড সভানেত্রী শিরিন আক্তার।
ঘটনাস্থলে গেলে এলাকার অনেকেই বলেন, সন্ধ্যার পড়ে লোকজন নিয়ে গাছ কেটে স্বমিলে নেয়ার সময় এলাকাবাসী দেখে ফেলে।স্থানীয় দেলোয়ার হাওলাদারের স্বমিলে গাছ রয়েছে এবং তথ্য অনুযায়ী গাছ সেখানে পাওয়া গেছে। এবিষয়ে স্বমিল মালিক দেলোয়ার হোসেনের ছেলে রনি হাওলাদারের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমাদের স্বমিল বন্ধ ছিলো কে বা কাহারা কখন এসে স্বমিলের সামনে গাছ রেখে গেছে তা আমরা জানা নেই।
ঘটনাস্থলে উপস্থিত, ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, সরকারি রাস্তার পাশে রোপনকৃত গাছ অনুমতি ছাড়া কাটলে সেটা ফৌজদারি অপরাধ বলে তিনি জানেন।
উক্ত বিষয়টি নিশ্চিত করতে বাউফল থানার বনবিভাগ রেঞ্জার আবুল কালাম আজাদকে অবহিত করা হলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি এবং আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জু হাওলাদারকে জানিয়েছি। রাতে নিরাপত্তার কারনে আসতে পারছি না, তবে এই গাছ হয়ত এল,জি,ই,ডির হতে পারে। আগামী কাল ৩ তারিখ সকাল ৭ টায় ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগের সভানেত্রী শিরিন আক্তারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, জমির সামনে দাগের মাথার গাছ সরকারি রাস্তার পাশে থেকে সে দুটি ছোট গাছ কেটেছেন সেই জমির মালিককে ৩০০ টাকা দিয়ে কিনে নিয়েছেন এবং বিষয়টি বনবিভাগের একজন চতুর্থ শ্রেণির কর্মচারীর সাথে আলাপ করেছেন বলে জানান তিনি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply