মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি।
দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কার্তিকপাশা গ্রামের নুরুল ইসলাম মোল্লার হতদরিদ্র মেধাবী কন্যা তানিয়ার সরকারি শিক্ষক হওয়ার স্বপ্ন পূরুন হল না। গুরুতর আহত তানিয়া পটুয়াখালী সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এম.এস.এস উত্তীর্ন হয়ে প্রাথমিক ভাবে লেবুখালী আইডিয়াল প্রি-ক্যাডেট কিন্ডার গার্ডেন এ শিক্ষক হিসেবে চাকুরীরত ছিলেন।
গত ২৬ আগষ্ট কোভিড-১৯ টিকা গ্রহন করার জন্য নিজ বাসা থেকে তার মা শাহানাজ পারভীনকে সাথে নিয়ে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পথে শিশু শ্রমিক বণি আমিনের অটোতে গুরুতর আহত হয়। প্রাথমিকভাবে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত তানিয়ার অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা নিউরো সাইন্স , পঙ্গু ও ট্রমা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
তানিয়ার পরিবারের বড় সন্তান হওয়ায় তার পিতার মৃত্যুর পর সংসার পরিচালনাসহ ভাই-বোনদের পড়ালেখা ব্যয়ভার বহন করে আসছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তানিয়ার ডান পায়ের দুটি অংশ ঘাড়ের দুই পাশের হাড় এবং মাথার খুলি উঠিয়ে ফেলে অপারেশন করা হয়েছে।
ইতিমধ্যে তানিয়ার চিকিৎসার ব্যয়ভার বহন করে আসছে সমাজের কিছু বিত্তবান ও তার নানা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। আহত তানিয়ার ভাই ইমরান হোসেন বলেন, আল্লাহতালার অশেষ কৃপায় ৫লক্ষাধিক টাকার উপরে খরচ হলেও পরিবার থেকে একটাকা খরচ করার সামর্থ্য নেই। বর্তমানে আরও ৫লক্ষাধিক টাকার প্রয়োজন হলে তানিয়াকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নেওয়া সম্ভব হয়নি। আহত তানিয়ার মাথার খুলিতে ৩৭টি সেলাই রয়েছে এবং মাথার খুলিটি বর্তমানে সাভারে ইনস্টিটিউট অব টিস্যু ব্যাকিং এ্যান্ড বায়োমেটিক্যাল রিচার্স সেন্টারে রয়েছে। খুলিটি মাথায় সংযোগ স্থাপনের জন্য হতাশায় ভুগছে তানিয়ার পরিবার। এছাড়া তানিয়ার অন্যান্য রোগে জড়িয়ে পরছে।
এ বিষয়ে তানিয়ার সাথে আলাপকালে ফ্যাল ফ্যাল করে কান্না বিজরিত কন্ঠে বলেন, আমার স্বপ্ন পূরন হলোনা।আমার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সহযোগীতা কামনা করছি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply