ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি প্রেস ক্লাবের ছয় গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাঘাইছড়ি প্রেসক্লাব কর্মরত সকল সাংবাদিকদের পক্ষে থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ,প্রেস ক্লাব সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনসহ, বাঘাইছড়িতে কর্মরত সকল সাংবাদিক ও পরিবারের স্বজনগন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে অভিযোগ করে বলেন, বাংলাদেশ টেলিভিশনের রাঙামাটি জেলা প্রতিনিধি জাহেদা কামালকে বিভিন্নভাবে অত্যাচার-নির্যাতন করে তাঁর স্বামী মোস্তফা কামালের বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে একটি মহল। এর বিরুদ্ধে সাংবাদিক মো. সোলায়মান, আলমগীর মানিক, জাহেদা কামাল, মাসুদ পারভেজ নির্জন,শহিদুল ইসলাম হৃদয় এবং মো. সাব্বির এই ছয় সাংবাদিক প্রতিবাদ করেন। একই সঙ্গে তারা সংবাদ প্রচার করেন। এরই পরিপেক্ষিতে একটি মহলের ইন্ধনে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়।
বক্তৃতারা আরো বলেন, যতোদিন পর্যন্ত মেধাবী ৬ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে আমাদের কর্মসূচি অব্যহত থাকবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply