January 8, 2025, 6:22 pm

তথ্য ও সংবাদ শিরোনামঃ
হৃদয়ে পতাকা ২ মার্চ এর কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিলেন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব ছাএলীগ, ছাত্রদলের সংঘর্ষে মুন্সিগঞ্জে আহত ১০ ৪৯ বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্যসহ ও মাদকদ্রব্য আটক। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করছে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল মুন্সিগঞ্জে কারাতে শিক্ষার্থীদের মাঝে ব্লাক বেল্ট ও সনদপত্র প্রদান  প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সোনিয়া আক্তারে সহায় সম্পতি আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন রাস্তার উপরে থাকা বৈদ্যুতিক খুটি যেন মরন ফাদ ! টঙ্গীবাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত মরহুম ছায়েদ উল্লাহ ভূঁইয়া’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ-দোয়া অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী শাহজাহান ও তার গুন্ডা বাহিনীর গ্রেফতার চায় গোদনাইলবাসী চ্যানেল আইয়ের রূপান্তার অনুষ্ঠানে বশির আহমেদ এর পরিবারের চার শিল্পী জাতীয় বীর আ স ম আবদুর রবের ৮০তম জন্মদিনে হৃদয়ে পতাকা ২ মার্চ এর অভিনন্দন প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানব বন্ধন ভালুকায় হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ নতুন বছরের অঙ্গীকার জাতীয় ঐক্য, রাষ্ট্রের সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ভালুকায় ছাত্রদলের প্রতিষ্ঠাবর্ষিকী পালিত রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানার সন্ধান: সেনাবাহিনীর বিশেষ অভিযানে নিহত এক। বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। ভারত সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফ্রী মুভমেন্ট করার অনুমতি দিয়েছে। বিজিবি’র অভিযানে পণ্যসামগ্রী ও মাদক জব্দ- আটক ১। কবি আবদুল হাই শিকদারের ৬৯ তম জন্মদিন ১ জানুয়ারি আরজেএফ’র উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কবি ও কবিতা শক্তি ও প্রেরণার উৎস…… লায়ন মোঃ গনি মিয়া বাবুল রাস্তা আটকিয়ে প্রাইভেট কার ছিনতাই, চক্রের দুই সদস্য আটক বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ২৭১ কিলোমিটার পুরোটাই ‘আরাকান আর্মির’ নিয়ন্ত্রণে। -স্বরাষ্ট্র উপদেষ্টা সেভ দ্য রোড-এর প্রতিবেদন ২০২৪ সালে সড়কে ঝরেছে ৬ হাজার ৪৪৪ প্রাণ মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ সচিবালয়ে সংঘটিত অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিবৃতি। তারেক রহমানের ৩১দফাকে গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে – রোকন

নাসিকের বিরুদ্ধে ব্যক্তিমালিকানা রেকর্ডীয় ভূমিতে স্থাপনা নির্মাণের অভিযোগে মেয়র বরাবর অভিযোগ দায়ের।

নাসিকের বিরুদ্ধে ব্যক্তিমালিকানা রেকর্ডীয় ভূমিতে স্থাপনা নির্মাণের অভিযোগে মেয়র বরাবর অভিযোগ দায়ের।

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর বিরুদ্ধে নতুনকরে আবারও অন্যের রেকর্ডীয় ভূমি জবরদখলকরে স্থাপনা নির্মাণের অভিযোগ দায়ের করেছেন সিদ্ধিরগঞ্জ পানিরকল এলাকার বাসিন্দা মরহুম মীর মিসির আলী ওরফে রসুলবক্স এর সন্তান ও ওয়ারিশ গণ।

আজ ১৭ অক্টবর রবিবার নাসিক মেয়র বরাবর এই অভিযোগ পত্রটি দায়ের করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১১ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম মীর মিসির আলী ওরফে রসুলবক্স এর ওয়ারিশগণের পক্ষে মীর মাহবুব হোসাইন রাসেল।

অভিযোগে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের ২০৪ নং গোদনাইল মৌজার ৩৫৩ নং সিএস খতিয়ানের এবং ৭০২ নং এসএ খতিয়ানভূক্ত যথাক্রমেঃ ১৮০৮, ১৮১৭, ১৮০৬, ১৮১৮, ১৮১৯, ১৮২১, ১৭৯৪, ১৭৯৬, ১৭৯৩ নং দাগের বর্তমান হালনাগাদ আরএস ৭৪৬ নং খতিয়ানের ৩৭৮২ নং দাগের ১৯১ শতাংশ  ভূমিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অবৈধভাবে প্রভাব খাটিয়ে জবরদখল করে স্থাপনা নির্মাণ করে আসছে। উল্লেখিত ভূমির উপরে স্থাপনা নির্মাণ, নতুন নির্মাণ কার্যাদেশ এবং নির্মাণাধীন স্থাপনার দোকান বরাদ্দ না দেয়ার জন্য অভিযোগকারী মেয়র বরাবর বিনীত অনুরোধ জানান।

এ বিষয়ে মীর মাহবুব হোসাইন রাসেল বলেন, উল্যেখিত ভূমিতে কোনপ্রকার একোয়ারকৃত ভূমি নেই। যাহার এলএ সার্টিফিকেট ও মিউনিসিপ্যালিটির একোয়ার রিলিজ সার্টিফিকেট সহ সকলপ্রকার কাগজপত্রাদি মাননীয় মেয়র মহোদয়ের কাছে পেশ করা হয়েছে। এরপরেও জানিনা মেয়র মহোদয় কোন অদৃশ্য হাতের ইশারায় অন্যের রেকর্ডীয় ভূমিতে স্থাপনা নির্মাণ কররেছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার এহেনো বেআইনি ভূমি দখলের কর্যক্রম জনমনে প্রতিক্রিয়া বিরাজ করছে।

অভিযোগকারী তার অভিযোগে সিটিকর্পোরেশন আইন ২০০৯ এর ৬০ নং আইনের ৮১ ধারায় অর্থ তছরুফের দায়ে অভিযুক্ত হওয়ার বিষয়টিও উল্যেখ করেন।

অভিযোগের বিষয়ে মরহুম মীর মিসির আলী ওরফে রসুলবক্স এর ছেলে স্থানীয় কৃষকলীগ নেতা মীর আলমগীর হোসেন বলেন। স্থানীয় ব্যবসায়ী, সাবেক বিএনপি নেতা বলে পরিচয়দান কারী, বিএনপির শীর্ষ সন্ত্রাসী প্রশাসনেরসঙ্গে ক্রস ফায়ারে নিহত ডেভিড এর সঙ্গে মামলায় অভিযুক্ত কাজী ইফতেখার কায়েস রুমেল স্থানীয় উঠতি বয়সের উশৃঙ্খল নেশাগ্রস্থ্য গুন্ডাদের দিয়ে আমাদের পৈতৃক রেকর্ডীয় ভূমি দীর্ঘদিন যাবৎ দখলের পায়তারা করে আসছে। দখলে ব্যর্থ হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কিছু দুর্নীতিবাজ অসাধু কর্মকর্তাদের যোগসাজসে আমার পৈত্যিক রেকর্ডীয় সিএস, এসএ এবং হালনাগাদ আরএস খতিয়ানভূক্ত ভূমিতে স্থাপনা নির্মাণ করে বাজার বসানোর অপকৌশল করছে। এছাড়া কাজী ইফতেখার কায়েস রুমেল আমাদের ভূমিতে প্রভাব খাটিয়ে জোরপূর্বক কাটা তারের বেড়া এবং দোকানঘর তুলে অবৈধভাবে ভাড়া ভোগ করে আসছে। আমাদের পৈতৃক ভূমি সংক্রান্ত বিষয়ে কাজী ইফতেখার কায়েস রুমেল আমার ভাতিজা মীর নজরুল ইসলাম রোমেলকে ইতিপূর্বে মোবাইল ফোনে হুমকি প্রদর্শন করেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা সাধারণ ডায়েরী নং ১৫২৯, ৩০-০৯-২০১৯ ইং তারিখে একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল।

আমরা মরহুম মীর মিসির আলী ওরফে রসুলবক্স এর সন্তান এবং ওয়ারিশগণ উল্লেখিত ভূমিতে সকলপ্রকার স্থাপনা নির্মাণ, নির্মাণ আদেশ এবং ইতোমধ্যে স্থাপনা নির্মাণ করে দোকান বরাদ্দের আদেশ না দেওয়ার জন্য মেয়র মহোদয় বরাবর  বিনীত অনুরোধ জানিয়েছি। আমরা আশাবাদী মাননীয় মেয়র মহোদয় আমাদের অভিযোগের প্রেক্ষিতে সারা দিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হবেন।

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com