নিজস্ব প্রতিনিধিঃ যশোর থেকে। যশোরের শার্শায় ১০০ বোতল ফেনসীডিল ওইজিবাইক সহ এক মাদক ব্যবসায়ী আটক।
৩০ অক্টোবর সকালে যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামস্থ গোগা সাতমাইল গামী রোড এলাকা থেকে তাকে আটক করে। বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ। এর কাছ থেকে ১০০ একশত বোতল ফেন্সীডিল মাদকদ্রব্য ফেন্সীডিল বহন কাজে ব্যবহৃত একটি ইজিবাইক সহ তাকে আটক করেন পুলিশ সদস্যরা। আটক মিলন বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের আলাউদ্দিন আলার ছেলে।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও মোঃ বদরুল আলম খান, অফিসার ইনচার্জ শার্শা থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে এবং বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ)/মোঃ মাহামুদ আল ফরিদ ভূঁইয়া এর নেতৃত্বে এএসআই(নিরস্ত্র)/মোঃ ফিরোজ হোসেন একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। শার্শা থানাধীন বসতপুর গ্রামস্থ গোগা সাতমাইল গামী রোডে ডাক্তার মোঃ রফিকুল ইসলাম এর সেবা হোমিও হল নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ মিলন হোসেন বুড়ো (৩০), পিতা- মোঃ আলাউদ্দিন আলা স্থায়ী : গ্রাম- রাজাপুর (০৬ নং ওয়ার্ড) , উপজেলা/থানা- বেনাপোল পোর্ট থানা, জেলা -যশোর এর কাছ থেকে ১০০ (একশত) বোতল ফেন্সীডিল মাদকদ্রব্য ফেন্সীডিল বহন কাজে ব্যবহৃত একটি ইজিবাইক সহ তাকে আটক করেন পুলিশ সদস্যরা।
বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান,এব্যাপারে শার্শা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply