আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ ২৫ শে মার্চ গণহত্যা দিবস। মানবসভ্যতার ইতিহাসে এটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে বর্বরোচিত গণহত্যা চালানোর এক ভয়াল স্মৃতির কালরাত এই ২৫ শে মার্চ। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে রচিত হয়েছিল বিশ্বের নৃশংসতম গণহত্যার এক কালো অধ্যায়। বাঙ্গালীকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্যই চালিয়েছিল এ হত্যা কান্ড ।
কুখ্যাত ‘অপারেশন সার্চলাইটে’র নামে মুক্তিকামী বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন শুরু হয় এই রাতে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রাক্কালের এই গণহত্যার দিনটিকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে স্মরণ করে আসছে জাতি। সেই দিনটিকে স্বরণে ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকীউল বারী, উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহান, ভালুকা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল সহ অন্যান্যরা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply