আনোয়ার হোসেন নিজস্ব প্রতিনিধিঃ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত গামী যাত্রীদের এখন থেকে যাত্রীসুবিধা ফিঃ অনলাইনে পরিশোধ করতে হবে। গত ১২ই মে রোববার থেকে এই ফি চালু করা হয়েছে অনলাইনে পরিশোধ করে যাত্রীদের ভারতে যেতে হবে জানিয়েছে বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ। চলতি বছর থেকে এই ফি বাবদ যাত্রী প্রতি ৫৪ টাকা ৫২ পয়সা দিতে হচ্ছে।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা, বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীদের সেবার মান বাড়াতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বেনাপোল স্থলবন্দরের তল্লাশিচৌকির পাশে নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল। ছয়তলা ভবনের তৃতীয় তলা পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৬৭৫ বর্গফুটের এই ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৭ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৮৮২ টাকা। গত ২০১৭ সালের ২ জুন টার্মিনালটি উদ্বোধন করা হয়। এরপর হতে টার্মিনালটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। চারটি খাতে যাত্রীসুবিধা ফি নির্ধারণ করা হয় ৩৮ টাকা ৭৬ পয়সা। এর মধ্যে প্রবেশ ফি ৯ টাকা ৯১ পয়সা, অপেক্ষা ফি ৯ টাকা ৯১ পয়সা, সার্ভিস চার্জ ৩ টাকা ৯৭ টাকা ও টার্মিনাল চার্জ ৯ টাকা ৯১ পয়সা। শতকরা ১৫ টাকা হারে ভ্যাট ৫ টাকা ৬ পয়সা। প্রতিবছর শতকরা ৫ টাকা হারে বৃদ্ধিতে ২০২৪ সালে এসে ফি দাঁড়িয়েছে ৪৭ টাকা ৪১ পয়সা। শতকরা ১৫ টাকা হারে ভ্যাট ৭ টাকা ১১ পয়সা। মোট ৫৪ টাকা ৫২ পয়সা। এত দিন যাত্রীরা আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের কাউন্টারে এই যাত্রীসুবিধা ফি পরিশোধ করে রসিদ নিতে হতো।
ভারতে যাওয়ার সময় স্থলবন্দরের তল্লাশিচৌকির পাশে নির্মিত আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের কাউন্টারে এই যাত্রীসুবিধা ফি পরিশোধ করে রসিদ নিতে হতো।বেনপোল আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের ফটকে সেই রসিদ দেখিয়ে স্থলবন্দরে প্রবেশ করতে হয় ভারতগামী যাত্রী গন। যাওয়ার পথের যাত্রীদের এই সুবিধা ফি নেওয়া হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply