ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জমির সিমানা নিয়ে দ্বন্দে প্রতিপক্ষের হামলায় এক প্রতিবন্ধীসহ তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী গ্রামে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আওলাতলী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ছলিম উদ্দিনের সাথে প্রতিবেশি কাইয়ুম গংদের দীর্ঘদিন ধরে জমির সিমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের হিসেবে মঙ্গলবার বিকেলে কাইয়ুম গংরা ছলিম উদ্দিনের বাড়ির সিমানার উপর দিয়ে জোরপূর্বক প্রাচীর নির্মাণ শুরু করেন। এ সময় ছলিম উদ্দিন বাঁধা দিলে উভয় পক্ষের মাঝে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে কাইয়ুম গংরা ছলিম উদ্দিনের উপর হামলা চালায়। খোঁজ পেয়ে ছলিম উদ্দিনের প্রতিবন্ধী ছেলে শরীফ (১৯) ও স্ত্রী বিলকিছ আক্তার ছুটে আসলে প্রতিপক্ষরা তাদেরকেও মারধর করে। এ সময় গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়া হয় এবং পড়নের কাপর ছিড়ে শ্লীলতাহানীর করে।
এ ব্যাপারে অভিযুক্ত কাইয়ুমের সাথে কথা বলার জন্য চেষ্টা করেও তাকে না পাওয়া যাওয়ায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় ছলিম উদ্দিন বাদি হয়ে রিমন, কাইযূম ও পারভেজকে বিবাদি করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তদন্তপূর্বক আইনী ব্যাবস্থা নেয়া হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply