নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন। যশোর ৪ দিন ব্যাপী বিজিবি,বিএসএফ ১৭ তম সীমান্তে সমন্বয় সম্মেলন শুরু। গতকাল বৃহস্পতিবার সকাল স্থানীয় অভিজাত একটি হোটেল কক্ষে শুরু হয় এ সম্মেলন সীমান্তের নিরস্ত্র বাংলাদেশিদের গুলি হত্যা, মাদক সহ নানা বিষয়ে নিয়ে আলোচনা হবে জানাগেছে।
সম্মেলনে যশোর ও রংপুর বিজিবির রিজিয়ন কমান্ডার এবং নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল ভারতের গোহাটি ফ্রন্টিয়ার বিএসএফের আইজি পর্যায়ের এ সম্মেলন চলবে ১২ জুন পর্যন্ত। সম্মেলনে ১৮ সদস্যে এর বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোর অতিরিক্ত মহা-পরিচালক ওমর সাদী। প্রতিনিধিদলের বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের রিজিয়ন কমান্ডার এবং যশোর ও রংপুর রিজিয়নের সংশ্লিষ্ট সেক্টর কমান্ডার, বিজিবি সদর দপ্তরের প্রতিনিধি গন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেছেন।
অপরদিকে ভারতের বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইপিএস আইজি ডাঃ অতুল ফুলজেলের নেতৃত্বে ছয় সদস্যে এর প্রতিনিধিদল সম্মেলনএ অংশ নিয়েছেন। ভারতীয় প্রতিনিধিদলের বিএসএফয়ের নর্থ বেঙ্গল ও গোহাটি ফ্রন্টিয়ারের আইজি, নোডাল অফিসার, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার ও সেক্টর পর্যায়ের স্টাফঃ অফিসার এবং ভারত সরকারের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিনিধিরাও রয়েছেন।
সম্মেলন সূত্রে জানা গেছে, সীমান্তের বাংলাদেশী নাগরীকদের গুলি ও হত্যা, মাদক ছাড়াও অস্ত্র-গোলাবারুদ চোরাচালান, বাংলাদেশী নাগরীক দের আটক, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ সংক্রান্ত ইস্যু, সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বিজিবি-বিএসএফ সমন্বিত টহল, উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি বিষয়ে আলোচনা হবে বলে যানা গেছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply