আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে অবৈধ সিসা কারখানা বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছিল আওলাতলী গ্রামের সাধারণ জনসাধারণ।
এ বিষয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় খবর প্রকাশিত হওয়ার পর ৩০ জুন বৃহস্পতিবার অবৈধ সিসা কারখানায় অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
ময়মনসিংহ বিভাগের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার,ও রুবেল মাহমুদ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ভালুকা মডেল থানা পুলিশ।
এ সময় অবৈধ সিসা কারখানার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়। এবং আগামী ১৫ দিনের মধ্যে এ জায়গা থেকে অবৈধ কারখানার স্থাপনা সরানোর নির্দেশ দেয়া হয়।
এসময় ওয়ান সিসাং ইন্ডাস্ট্রি সহ ৩ টি ফ্যাক্টরির পরিবেশ অধিদপ্তরের ছারপত্র ও ইটিপি না থাকায় ৪,০০০০০ চার লক্ষ টাকা জরিমানা করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply