নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন। বেনপোল ভারতের ওপারে পেট্রাপোল বিধিনিষেধ আরোপ কোন ঘোষণা ছাড়াই বাংলদেশ পাসপোর্টধারী যাত্রীদের ভারতের ওপারে পেট্রাপোল বিধিনিষেধ আরোপ করেছেন। স্থলবন্দর কর্তৃপক্ষ। ভারত ফেরত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী গন আগামী তিন মাসের মধ্যে একবার ভারতে প্রবেশ করতে পারবেন। গতকাল থেকে বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশি পাসপোর্টধারী ভ্রমণ যাত্রীদের ওপর এমন বিধিনিষেধ কার্যকর করেছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্খায় কারণে এই বিধিনিষেধ।
গতকাল শনিবার (২ জুলাই) ভারত ফেরত একাধিক বাংলাদেশি পাসপোর্ট ধারী যাত্রীরা এই বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বর্তমানে ভারত ভ্রমণ ভিসায় ভারত ফেরত কোনো যাত্রী তারা ভিসার মেয়াদ থাকলেও আগামী তিন মাসের মধ্যে ভারতে প্রবেশ করতে পারবেন না। পেট্রাপোল স্থলবন্দর থেকে বেনাপোল প্রবেশের সময় তাদের কে ভারত বন্দর কর্তৃপক্ষ বিষয়টি সাফ জানিয়ে দিয়েছেন। তবে কত দিন পর্যন্ত পেট্রাপোল ও বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের এমন নিষেধাজ্ঞা জারি থাকবে সেটা তারা কেউ জানতে পারেনি।
শুধু ভারত ভ্রমণ কারী ভিসার যাত্রী নয়, ব্যবসায়িক ভিসার যাত্রীদের উপর কিছু বিধি নিষেধ আরোপ হতে পারে। সেখানে ব্যবসায়িক ভিসার যাত্রীরা প্রতি সপ্তাহে অথবা ১৫ দিনে একদিন যাতায়াত করতে পারবেন। আর আগামী অল্প কিছু দিনের মধ্যো এই ঘোষণা আসতে পারে ।
গতকাল শনিবার বিকালে ভারত ফেরত যাত্রী শাহিন হোসেন বলেন, আমি গত দুই দিন আগে ব্যবসায়িক কাজে ভারতে প্রবেশ করেছিলাম।ভারত যাওয়ার সময় পেট্রাপোল কোনো বিধি নিষেধের কথা বলে নাই তবে আজ দেশে ফেরার পথে এই বিধিনিষেধ আরোপের বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনে কোন লিখিত চিঠি আসেনি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply