রবিউল ইসলাম বেনাপোলঃ শার্শা উপজেলার বাঁগআচড়া ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেককে হেয় প্রতিপন্ন এবং মানহানি করার অপচেষ্টায় একটি বিরোধী মহল ফেসবুকে ভিত্তিহীন মিথ্যা বানোয়াট এবং কুরুচি সম্পন্ন মিথ্যা স্টাটাস দিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে জানা যায়, ১৭ই জুলাই রবিবার সকালে একটি পারিবারিক সম্পত্তির ভাগ বণ্টনের বিরোধ মীমাংসা করতে চেয়ারম্যান আব্দুল খালেক এবং ইউনিয়ান পরিষদের কয়েকজন ইউপি সদস্য বসতপুরের ১নং কলোনি গ্রামে যান। সেখানে জমি ভাগাভাগি এবং রাস্তা নিয়ে খোরশেদ এবং তার মৃত ভাইয়ের ছেলে মোতালেবের সহিত দীর্ঘদিন যাবৎ একটা গ্যানজাম চলে আসছিলো। যেটা নিয়ে শার্শা থানায় পাল্টাপাল্টি অভিযোগও দায়ের হয়েছিলো। বহু দিনের এমন একটা বিরোধ চেয়ারম্যান গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং ইউপি সদস্য থেকে সকলের মতামতের ভিত্তিতে সুষ্ঠ সমাধান করে চলে আসেন। কিন্তু তিনি সেখান থেকে আসার পরপরই “নজরুল জুয়েল” নামের একটি ফেসবুক একাউন্ট থেকে চেয়ারম্যানের নামী সন্ত্রাসী কর্মকান্ড চালানো সহ নানা রকম ভিত্তিহীন মন্তব্য করেন। যার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান আব্দুল কালাম এর তীব্র নিন্দা সহ ঐ ব্যাক্তির হেদায়েত কামনা করেন।
ঘটনা স্থলে উপস্থিত স্থানীয় মেম্বার আব্দুল মালেক সহ আওয়ামীলীগ নেতা জামির হোসেন বলেন, আমরা সালিশে সবাই উপস্থিত ছিলাম বিচারে কোন বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠ সমাধান হয়েছে। যে বা যারা এসকল মিথ্যা ভিত্তিহীন কথা বলেছে, আমি বলবো এগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং একটা নিচ মানসিকতার পরিচয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply