নিজস্ব প্রতিবেদকঃ রায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় ৬ শতাংশ জমির সীমানা সংক্রান্ত বিরোধের ঘটনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী ও প্রধান নির্বাহী কর্মকর্তা সহ ১৬ জনকে বিবাদী করে দেওয়ানী মামলা করেছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সদস্য এম শহীদুল্লাহ।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে জেলা আওয়ামী লীগের সদস্য এম শহীদুল্লাহ এবং স্ত্রী দেলোয়ার বেগমের পক্ষে তাদের ছেলে অ্যাডভোকেট শাহ মোঃ আলমগীর কবির বাদী হয়ে নারায়ণগঞ্জ ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ এস এম মাসুদ জামানের আদালতে এই মামলা দায়ের করা হয়।
শুনানী শেষে আদালত বাদীপক্ষকে আগামী ধার্য তারিখ ৩০ আগস্ট পর্যন্ত নালিশা ভূমিতে জোরপূর্বক প্রবেশ কিংবা নালিশা ভূমিতে নির্মিত বসতবাড়ি ভাঙচুর করতে নিষেধাজ্ঞা প্রদান করেছেন। সেই সাথে তাদের কেন নিষেধাজ্ঞা প্রদান করে জানতে চেয়ে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন।
মামলায় উল্লেখিত অন্য বিবাদীরা হলেন, নূর হোসেন, হেলাল উদ্দিন, মোঃ জুলহাস মিয়া, মোঃ রিপন মিয়া, মোঃ আলাউদ্দিন, নোয়াব আলী, সাহেরা খাতুন, মাজার বুড়ি, আছিয়া খাতুন, আফছার বিবি, বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার ভূমি ও সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তা।
এ বিষয়ে অ্যাডভোকেট শাহ মোঃ আলমগীর কবির বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ঠিকাদার সিন্ডিকেট করে তাদের নিজস্ব সার্ভেয়ার দিয়ে নিজেদের ইচ্ছামতো কয়েকদিন পরপরই পাইকপাড়া বড় কবরস্থান এলাকার ৬ শতাংশ জমির সীমানা ঘেঁষে নির্মানাধীন বসত বাড়ি ভাঙচুর সহ নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আমরা চাই এই বিষয়টি যেন আদালতের মাধ্যমে সমাধান করা হয়। আদালত যা আদেশ দিবে আমরা সেটাই মেনে নিবো। কিন্তু তাদের একতরফা সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারি না।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কবরস্থানের উপরে স্থাপনা নির্মাণ করতে চাচ্ছে। তারা এই বিষয়টি কিভাবে করে আমাদের বোঝে আসে না। যাই হোক এটা তাদের বিষয়। তাদের জায়গায় তারা যা ইচ্ছা তা নির্মাণ করবে করুক। আমাদের এতে কোনো আপত্তি নেই। তবে তারা সেই জায়গার পরিমাণ করতে গিয়ে যখন তখন সীমান ঘেঁসে নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করছে। আমরা চাই আদালতের নিয়োগকৃত সার্ভেয়ারের মাধ্যমে সমাধান করার জন্য।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply