নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন। যশোরের শার্শা বাজারের ফুট পথের খোলা বিষাক্ত বিস্কুট খেয়ে মাহিন (১৩) নামের এক মাদ্রাসার ছাত্র নিহত ১ জন ৬ জন ছাত্র আহত । ঘটনায় ওই মাদ্রাসার জানা
গতকাল শুক্রবার (২৯ জুলাই) বিকালে যশোরের শার্শা উপজেলার শার্শা সদর ইউনিয়নের নারায়নপুর আশরাফুল মাদারিস কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নারায়নপুর আশরাফুল মাদারীস কওমী মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আনারুল ইসলাম বলেন, ছাত্ররা দুপুরের খাওয়া খেয়ে ঘুমিয়ে ছিলো। পরে বিকালে এক ছাত্রের বাসা থেকে দেওয়া ফুটপথ থেকে ৫০০ গ্রাম ওজনের দুই প্যাকেট বিস্কুট খাওয়ার পরে ছাত্ররা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এসময় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক মাহিন নামে এক ছাত্রকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে এক ছাত্রকে যশোরে ভর্তি করা হয়েছে।
বিস্কুট কিনে দেয়া মাদ্রাসার ছাত্রের দুলা ভাই রাসেল আহমেদ বলেন, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাভারণ বাজারের ফুটপথ থেকে ৫০০ গ্রাম ওজনের দুই প্যাকেট বিস্কুট কিনে দিয়েছিলাম। পরে গতকাল শুক্রবার বিকেলে সংবাদ পেলাম, সেই বিস্কুট খেয়ে আমার শালা সহ সাত জন শিশু অসুস্থ্য হয়ে পড়েছেন। তার মধ্যে একজন মারা গেছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. সিদ্দিকুর রহমান জানান, বিকালে কওমী মাদ্রাসার ৭ ছাত্রকে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে মাহিন নামের এক ছাত্রের মৃত্যু হয়। এছাড়া, অপর এক ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের চিকিৎসা চলছে।
শার্শা থানার ওসি মামুন খান জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। নিহত শিশুকে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে বলে জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply