ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় পানির সাথে বিষ মিশিয়ে এক গৃহবধুকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মামারিশপুর গ্রামের কাজী জাফরের মেয়ে সোনিয়া আক্তারের প্রায় ৩ বছর পূর্বে পারিবারিক ভাবে বিয়ে হয় বর্তা গ্রামের নুর ইসলামের পুত্র শাজাহানের সাথে৷ তাদের দুটি সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই শাজাহান যৌতুকের জন্য সোনিয়াকে চাপ দিতে থাকে কিন্তু সোনিয়ার বাবা অভাবের কারনে যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় এ নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। শাজাহান নানা ভাবে সোনিয়ার উপর শারীরীক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। কিন্তু সোনিয়া দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে সব অত্যাচার মেনে নেয়। কিন্তু শাজাহানের অত্যাচার সময়ের সাথে বাড়তে থাকে। ঘটনার দিন ১৫ই আগস্ট দুপুরের দিকে শাজাহান সোনিয়ার উপর অমানষিক নির্যাতন চালায়। এক পর্যায় সোনিয়ার হাত পা বেধে মারধর করতে থাকে। এ সময় সোনিয়া পানির পিপাসায় কাতর হলে শাজাহান ও তার পরিবারের কাছে পানি চায়। এ সময় শাজাহানের পিতা নুর ইসলাম পূর্ব পরিকল্পিত ভাবে পানিতে বিষ মিশিয়ে সোনিয়াকে পান করতে দেয়। সোনিয়া সেই পানি পান করার পরই তার বুকের ভিতরে জালাপুরা শুরু হয়। বমি করতে থাকে সোনিয়া এমন সময় আশ পাশের বাড়িতে ঘটনা জানা জানি হলে শাজাহান সোনিয়াকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চলে যায়। পরে সোনিয়ার মা বাবা হাসপাতালে এসে মেয়ের চিকিৎসা করান। হাসপাতালে সয্যাসায়ী সোনিয়া বলেন, আমার স্বামী শাজাহান আগে আরও দুটি বিয়ে করেছে, আমি তার তৃতীয় স্ত্রী৷ তার অত্যাচারের কারনে তার প্রথম দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। আমি শাজাহানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ঘটনায় সোনিয়ার মা রেখা আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার আই ও সাব ইন্সপেক্টার মোস্তাফিজুর রহমান বলেন, পানির সাথে বিষ মিশিয়ে গৃহবধুকে হত্যা চেষ্টার অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply