বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ দপ্তর সম্পাদক অ্যাড. মোঃ মনির হোসেনর প্রেরিত এক বার্তা থেকে জানা যায়, আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে কুপিয়ে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানানো উক্ত প্রতিবাদ লিপিতে।
বরগুনার আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম খানকে আজ ১৬ আগস্ট রাত অনুমান ৮ টায় আমতলী শহরে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করেছে! সংকটাপন্ন অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আজ এক বিবৃতিতে মোয়াজ্জেম হোসেন খানকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply