নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন যশোর। যশোরের শার্শা সীমান্ত থেকে ১৬ পিচ সোনার বার সহ (১ কেজি ৮৪৬ গ্রাম ওজনের) জনি (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (১৭ আগস্ট) সকালে শার্শা উপজেলা গোগা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা
আটক জনি বেনাপোল পৌর পোর্ট থানার ছোট আঁচড়া গ্রাম এর মিজানুর রহমানের ছেলে।২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, ভারতে সোনা পাচারের উদ্দেশ্যে পাচারকারী গোগা সীমান্তে অবস্থান করছেন, এমন গোপন খবর পেয়ে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এলাকা হতে অভিযান চালিয়ে জনিকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ১৬ পিচ সোনার বার উদ্ধার করাহয়। যাহার আনুমানিক বাজার মূল্য প্রায় ১কোটি ৫৩ লাখ টাকা। আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজিবি জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply