আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় ২৬ সেপ্টেম্বর সোমবার সকালে ১০ একর বনভুমি উদ্ধার করে আকাশমনি গাছের চাঁরা রোপন করেছে স্থানীয় বনবিভাগ। জানা যায়, উপজেলার ধামশুর মৌজার ৮৪৩ দাগে সূর্যভিটা এগ্রো কমপ্লেক্স কর্তৃক জবর দখল ছিলো। ভালুকা রেঞ্জ কর্মকর্তা রইছ উদ্দিন আহাম্মদ বিশেষ অভিযান চালিয়ে এই বনভুমি উদ্ধার করেন।
তিনি বলেন, আমি মাত্র ৬ মাস আগে ভালুকা রেঞ্জে যোগদান করি, যোগদানের পর থেকেই ভালুকা রেঞ্জের জবর দখলকৃত বনভুমি উদ্ধার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এবং এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। তারই ধারাবাহিকতায় ধামশুর মৌজায় ১০ একর বনভুমি উদ্ধার করে সামাজিক বনায়নের আওতায় উডলট বাগান করার জন্য আকাশ মনি গাছের চাঁরাসহ অন্যান্য গাছের চাঁরা রোপন করছি। এখানে আকাশ মনি সহ অন্যান্য জাতের ১০ হাজার চারা রোপন করা হবে। আকাশ মনি ছাড়াও জাম, চাপালিশ, আমলকি, বহেরা, হর্তকি, মেহগুনি গাছের চাঁরা রোপন করছি।
এসময় উদ্ধার কাজে মেহেরাবাড়ি ক্যাম্প ইনচার্জ সাফেরুজ্জান, হবিরবাড়ি চেকপোস্ট ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ফরেস্ট গাট ফারুক আহাম্মেদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply