আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত বাস চাপায় জুবেদ আলী( ৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০অক্টোবর ) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের উত্তর পার্শ্বে বটতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভরাডোবা থানা হাইওয়ে পুলিশের অসি রিয়াদ মাহমুদ জানান, ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের উত্তর পার্শ্বে বটতলা মাজার এলাকায় রাস্তা পারাপারের সময় উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া এলাকার জুবেদ আলীকে ঢাকা গামী অজ্ঞাত একটি বাস চাপা দিয়ে চলে যায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহতদের লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply