আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় গ্যাসের সিলিন্ডার লিক হয়ে অগ্নিদগ্ধ বাবা -আবদুল মালেক পাঠান (৬৫) পর ছেলে পর কাজল পাঠান (৩০) মারা গেছেন। তাদের বাড়ী উপজেলার ভান্ডাব গ্রামে।
গত রবিবার (৯ অক্টোবর) ভোরে -আবদুল মালেক পাঠান ও মঙ্গলবার(১১ অক্টোবর) ভোরে তার ছেলে কাজল মারা গেছেন। উভয়ে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য শনিবার (৮ অক্টোবর) সকাল সোয়া ৭টায় গ্যাস সিলিন্ডার লিক হয়ে ভালুকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে জব্বার টাওয়ারের আন্ডার গ্রাউন্ডে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে আগুনে দগ্ধ হয়ে আবদুল মালেক (৬০) ও তার পুত্র কাজল (৩০) শরীরের বেশির ভাগ অংশই পুড়ে যায়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে তাদেরকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় আবদুল মালেক গত রবিবার এবং ছেলে কাজল পাঠান মঙ্গলবার ভোরে মারা যায়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply