নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন যশোর। যশোর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো নিয়ন্ত্রণ ও মহা সড়কে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার জন্য মুলক প্রচারণার চালানোর বিষয় এ আহ্বান জানানো হয়। একই সাথে স্বর্ণ এবং বিভিন্ন চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান।
গতকাল সোমবার সকালে কালেক্টরেটের অমিত্রাক্ষর সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত,গত ৯ অক্টোবর রোববার যশোরে বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর-তরুণ অকালে প্রাণ হারানোর বিষয় নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বিশেষজ্ঞরা জানান, মোটরসাইকেল দুর্ঘটনার বৃদ্ধির কারণ হচ্ছে- কিশোরদের হাতে বাইক তুলে দেয়া, দুই বা ততোধিক আরোহী, অস্বাভাবিক গতি, সাবধানতার সাথে ওভারটেকিং না করা, চালানো অবস্থায় হেডফোন লাগিয়ে গান শোনা, কাঁধে কান লাগিয়ে মোবাইল ফোনে কথা বলা, ট্রাফিক আইন মান্য করা, প্রশিক্ষণ না থাকা, অন্যমনস্ক হওয়া, পার্শ্বরাস্তা না দেখে, হাট-বাজারে গতি না কমানো, হেলমেট ব্যবহার না করা উল্লেখযোগ্য বিষয়।
সভায় উপস্থিত ছিলেন ও মতামত ব্যক্ত করে বলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, পাবলিক প্রসিকিউটর ইদ্রিস আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, চৌগাছার পৌরমেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার, বিআরটিএ যশোরের সহকারী পরিচালক এসএম মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের উপপরিচালক আনিছুর রহমান, সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক অসিত কুমার সাহা, ইসলামী ফাউন্ডেশেন যশোর উপপরিচালক বিল্লাল বিন কাশেম প্রমুখ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply