আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় মাটির গর্তে লুকিয়ে রাখা সাতটি গরু চুরির ঘটনায় জড়িত আরও দুই চোরকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। তারা হলেন ময়মনসিংহের ত্রিশাল খাগাটি মধ্যপাড়া এলাকার আনছার আলীর ছেলে আসাদুল (৩০) ও ভালুকার রায়মনি মধ্যপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে মাহাবুব (৩০)।
পুলিশ জানায়, শনিবার (১৫-০৪-২০২৩) রাতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনের দিকনির্দেশনায় থানার এস.আই আবুল কালাম আজাদ ও এস.আই নূর কাশেম একটি অভিযান পরিচালনা করে উপজেলার হবিরবাড়ী এলাকার ডুবালিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করেন।
গত ৩১ ডিসেম্বর রাতে ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের জুবাইয়ের আহম্মেদের ৭টি গরু যার বাজার মূল্য আনুমানিক ১৪ লাখ টাকার গরু চুরির ঘটনায় গাজীপুর জেলার ধীরাশ্রম এলাকার মৃত আক্কাস আলীর ছেলে সৈয়দ আলী নামের এক চোরকে আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ।
পরে তার দেওয়া তথ্যে পুলিশ শনিবার রাতে ঘটনায় জড়িত ময়মনসিংহের ত্রিশাল খাগাটি মধ্যপাড়া এলাকার আনছার আলীর ছেলে আসাদুল ও ভালুকার জয়নাল আবেদীনের ছেলে মাহাবুবকে আটক করে। পরে তাদের কে আদালতে প্রেরণ করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply