আনোয়ার হোসেন যশোর প্রতিনিধিঃ যশোর যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপ চালক সুজন (৩০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন।
শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে সদর উপজেলার শাঁখারিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মিরাজ আক্তার আসিফ (২৬) নামে এক যুবক যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত মিরাজ জানান, তিনি খুলনা থেকে তরমুজ কিনে পিকআপে করে চুয়াডাঙ্গা নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর সদর উপজেলার শাঁখারিগাতি এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ও পিকআপের চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোরসদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় পিকআপ চালক সুজন মারা যান।
নিহত সুজন বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা রাজাপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় তরমুজ ব্যবসায়ী মিরাজ ও বাসের চার জন যাত্রী আহত হন। বাসযাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। মিরাজ হাসপাতালে চিকিৎসাধীন এ ছাড়া দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ হেফাজতে নেওয়া হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply