ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ভালুকায় এক কৃষকের প্রায় ৫শত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাচিনা কাচারীঘাটা এলাকায়। এ ঘটনায় ভূক্তভোগী কৃষক রফিকুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানা অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক রফিকুল ইসলামের মা মিলন আক্তর প্রায় ৫শত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপন করে কাটা তারের বেড়া দেন। পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. সাইদুল ইসলাম, মো. খলিল, মিজানুর রহমান ও খলিলের ছেলে আশরাফুল ইসলাম এবং মৃত মুনসুর আলীর ছেলে মো. বিল্লাল হোসেন অস্রসহ দলবল নিয়ে ৫শত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কটে ফেলে। এসময় কাটাতারের বেড়া লুটপাট করে নিয়ে যায় বলে জানান ভূক্তভোগী কৃষক রফিকুল ইসলাম।
কৃষক রফিকুল ইসলাম বলেন, হঠাৎ অস্রসহ দলবল নিয়ে আমার প্রায় ৫শত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কটে ফেলে। এসময় তারা আমার কাটাতারের বেড়া লুটপাট করে নিয়ে যায়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply