গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের নির্বাচন বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মঙ্গলবার নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন গণফ্রন্ট এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম। তিনি সিটি নির্বাচনে গণফ্রন্ট মনোনিত প্রার্থী ছিলেন।
মামলার বাদী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে গণফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে মাছ প্রতীকে অংশ নিয়ে পরাজিত হন। বিধি মোতাবেক সরকারি ট্রেজারিতে দশ হাজার টাকা জমা দিয়ে তিনি মামলাটি দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী মো. নুর নবী সরদার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, নির্বাচনী বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ নির্বাচন কমিশনের গঠিত নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়েরের শেষ দিনে মঙ্গলবার (৪ জুলাই, ২০২৩) মামলাটি দায়ের করা হলো। নির্বাচনী ট্রাইব্যুনাল মামলা নম্বর ০৫ / ২০২৩, ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমনের আদেশ দিয়েছেন। আগামী ২ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। নির্বাচনী ট্রাইব্যুনালের আইন অনুযায়ী ১৮০ দিনের মধ্যে এ মামলা নিষ্পত্তি করার বিধান রয়েছে।
মামলায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন-২০২৩- এ জায়েদা খাতুনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা, বাতিল এবং ২৫ মে মেয়র হিসেবে নির্বাচিত প্রার্থীর নির্বাচন বাতিলের আবেদন করা হয়েছে।
মামলায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে ১ নম্বর বিবাদী এবং প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলামকে মোকাবিলা বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী আতিকুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে গত ১১ মে নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছিলাম, যা গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি তখন ন্যায় বিচার পাইনি। আশা করি, ট্রাইব্যুনালে ন্যায় বিচার পাব।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply