দুসস ডেস্কঃ ফ্ল্যাট ভাড়া বকেয়ার কারণে নুরের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন ফ্ল্যাট মালিক মিয়া মশিউজ্জামান। সন্ধায় কলাপসিবল গেট ভেঙ্গে ভেতরে প্রবেশর চেষ্টা। অতঃপর নুরুল হক নুর নিজেই নিজের পাঞ্জাবি ছিঁড়ে বাড়িওয়ালাকে ফাঁসানোর চেষ্টা চালায়।
নুরের অবস্থা দৃষ্টে তারাশঙ্করের কবি উপন্যাসে দেখা যায়, “চোর-ডাকাতের বংশের ছেলে’ নিতাইচরণ আচমকা ‘কবি হইয়া গেল’।” লেখকের ভাষায় ‘এ দস্তুরমতো বিস্ময়কর ঘটনা’।
কোটা সংস্কার আন্দোলনের সাফল্যের ধারাবাহিকতায় নুরের ডাকসুর ভিপি হওয়া; একপর্যায়ে ‘গণ অধিকার পরিষদ’ নামের রাজনৈতিক দল গঠন এবং সম্প্রতি আর্থিক অস্বচ্ছতা ও ‘ইসরায়েলি এজেন্টের’ সঙ্গে বৈঠক করার অভিযোগে বিতর্কের মুখে পড়া বিস্ময়করই বটে।
নুর যে কায়দায় গুরুত্বপূর্ণ হয়ে উঠার চেষ্টা চালাচ্ছেন, তা নিতাইয়ের ফট করে কবি হয়ে ওঠার মতোই ‘দস্তুরমতো বিস্ময়কর ঘটনা’।
এমনি ধারাবাহিকতায় নুরুল হক নুরের সংগঠন গণ অধিকার পরিষদের ভাড়া ফ্ল্যাটের কেন্দ্রীয় কার্যালয়ে দীর্ঘদিন ভড়া না দেওয়ার কারণে তালা ঝুলিয়ে দেয় ফ্ল্যাটের মালিক মিয়া মশিউজ্জামান। এর প্রেক্ষিতে গন অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সমর্থকরা বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন কার্যালয়ে অবস্থান নিয়ে প্রবেশের চেষ্টা করে। একপর্যায়ে সন্ধ্যার দিকে দেখাযায় নুরুল হক নুর বাড়িওয়ালাকে ফাঁসানোর জন্য নিজেই নিজের পাঞ্জাবি ছিঁড়ে মারমুখী স্লোগান দিয়ে কলাপসিবল গেট ভেঙ্গে কার্যালয়ে প্রবেশের চেষ্টা চালায়।
পুলিশের বাধায় ভেতরে প্রবেশ করতে না পেরে নুরুল হক নুর তার অনুসারীদের সহ বেড়িয়ে এসে বাড়িওয়ালা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ করে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন।
নুরের সাথে সুস্থ স্বাভাবিক ভাবেই বেড়িয়ে আসা অন্যান্য নেতাদের ও নুরুল হক নুর সহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে সর্বশেষ তথ্য পাওয়া যায়।
রাজনীতির মাঠে এমন সস্তা বাহবা কুড়ানো এবং বহির্বিশ্বে নিজেকে নির্যাতিত নিপীড়িত নেতা হিসেবে প্রকাশ করার জন্য এমন নির্লজ্জ অভিনয় সচেতন বিবেকবান জনতা কোন দৃষ্টিতে নিবেন?
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply