নিজস্ব প্রতিনিধিঃ সারা দেশে এডিস মশার আক্রমণে এই শীতকালেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে দেশের অনেক মানুষ। গত বৃহস্পতিবারেও ২৪ ঘন্টায় সারাদেশে আক্রান্ত হয় ৪৬৮ জন এবং মৃত্যুবরণ করে ৬ জন। গত বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ৬২৮ জন।
ডেঙ্গু প্রতিরোধে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের এক ব্যতিক্রম উদ্যোগের অংশ হিসাবে বিজয়ের মাস ডিসেম্বরের ২ তারিখে দরিদ্রদের মধ্যে মিরপুর এলাকায় মশারি বিতরণ করা হয়। আগেরদিন মধ্যরাতে ফুটপাতে রাত্রিযাপনকারিদের মধ্যে কুপন বিতরণ করে তাদেরকে মশারি দেয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা কাজী মোস্তাক আহমেদ ইমনের উৎসাহে ঢাকা জেলা প্যানেলের কো-অর্ডিনেটর হারুন রশিদের সমন্বয়ে এ কার্যক্রমে এ বছর ইতোমধ্যে সারা দেশে ৯০০ মশারি বিতরণ করা হয়েছে।
মিরপুরে মশারি বিতরনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি এস এম সহিদ, মহাসচিব হারুন উর রশিদ, যুগ্ম মহাসচিব বিপু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তানভীর সোহেল, এবং জয়েন্ট কো-অর্ডিনেটর যথাক্রমে আবু হানিফ, খুররম, রতন, মোনালিসা, নিঝুম, সায়না, অশ্রু, জহির প্রমুখ। রাজধানীর মোহাম্মদপুর, উত্তরা, কেরানীগঞ্জ, জামালপুর এর বিভিন্ন হাসপাতাল এবং বস্তি এলাকায় ইতিপূর্বে মশারি বিতরন করা হয়।
সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন ৮৮ সালে এসএসসি পাশ করাদের একটি বন্ধু সংগঠন। সার বাংলা ৮৮ সুখে দুঃখে পাশাপাশি এই স্লোগানকে সামনে রেখে এ সংগঠন বন্ধু এবং বন্ধু পরিবারের সদস্যদের জন্য এ পর্যন্ত ৭০ লক্ষাধিক টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেছে। দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে এ সংগঠন নিয়মিতভাবে মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply