নিজস্ব প্রতিনিধিঃ যশোরের অভয়নগর নোয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড বুইকারা গরুর হাটখোলা, শিমুলতলার বাসিন্দা জাহিদ গাজীর ছেলে পেশাদার মাদক কারবারী ও সন্ত্রাসী বিপ্লব গাজী (২৬)ওরফে বিপুল হোসেনকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা থেকে র্যাব-৬ ও ফরিদপুর র্যাব-১০ এর যৌথ অভিযানে
তাকে আটক করা হয়।
জানাগেছে, ১৮ এপ্রিল ২০১৪ তারিখে বিপুল পরিমাণ হিরোইন সহ যশোর জেলার অভয়নগর থানা এলাকা হতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে অভয়নগর থানায় মাদক আইনে মামলা রুজু হয়। উক্ত মামলায় আটককৃত আসামী প্রায় পাঁচ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা অব্যাহত রাখে এবংরনিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে।
ফলে যশোর জেলার অভয়নগর থানায় মামলা নং- ১৫, ১৮ মার্চ ২০১৪, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের১(খ) ও ১৯(৪)/২৫ মামলার আসামী বিপ্লব গাজী (২৬)এর বিরুদ্ধে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী বিপ্লব গাজীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত ৩১ আগষ্ট ২০২৩ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড সহ দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা জারি করে।
যশোর র্যাব-৬, কোম্পানী অধিনায়ক মেজর, মোহাম্মদ সাকিব হোসেন বলেন, আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় র্যাব-৬, যশোর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ইং ০২ ফেব্রুয়ারি ২০২৪ বিকেলে র্যাব-৬, যশোর ও র্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের যৌথ আভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা এলাকায় থেকে জাহিদ গাজী(বিপুল হোসেন) আটক করে।এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী শিকার করেন যে, যশোর জেলার অভয়নগর থানায় ০৯ টি মামলা রয়েছে যার মধ্যে ০৭ টি মাদক মামলা,০১ টি চুরি মামলা এবং ০১ টি দ্রুত বিচার আইনের মামলা ও নাড়াইল সদর থানায়- ০১ টি হত্যা মামলা সহ মোট ১০ টি মাদক, হত্যা ও অস্র মামলা বিচারাধীন রয়েছে।
পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply