নিজস্ব প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় ঘোষবাগ এলাকা থেকে পুলিশ পরিচয়ে মো. আশিক (২৪) নামে এক যুবককে তুলে নেওয়ার সময় প্রাইভেট কারের পেছনে ধাওয়া করে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র উদ্ধারের কথা জানানো হয়েছে।
শনিবার (২ মার্চ) ভোরে তাদেরকে আটক করার পরে একটি মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান।
পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন, যশোর কোতয়ালি থানার কদমতলা এলাকার জাহিদ হাসানের ছেলে মো. ফয়সাল (২৯), শেরপুর সদর থানার চাপাজোরা এলাকার আব্দুল হাকিমের ছেলে শফিক (২১) এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাচামারা এলাকার মৃত সালামের ছেলে মো. হাবিব (৩৩) ও একই থানার উত্তরখন্ড এলাকার ইউনুস শেখের ছেলে মো. আরিফ (২৪); তারা সবাই আশুলিয়ার পলাশবাড়ীসহ বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আর ভুক্তভোগী মো. আশিক (২৪) শরিয়তপুর জেলার সখিপুর থানার বাহাদিকান্দি এলাকার আবুল হোসেনের ছেলে। বর্তমানে আশুলিয়ার গাজীরচট সোনিয়া মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন
পুলিশ জানায়, শনিবার ভোরে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় টহলরত অবস্থায় একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-১৪-৮২৩০) ভেতর থেকে ভুক্তভোগির চিৎকার শুনে গাড়িটির পেছনে ধাওয়া করে আশুলিয়ার ঘোষবাগ এলাকা থেকে প্রাইভেট কারটিকে থামানো হয়। এ সময় গাড়ি থেকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া আশিককে উদ্ধার করা হয়। পরে জড়িত চারজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশ।
ভুক্তভোগী আশিক পুলিশকে জানান, শনিবার ভোরে তিনি বগাবাড়ী এলাকা দিয়ে হেঁটে বাসায় ফেরার সময় ওই চার জন নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। তার কাছে থাকা ১৫ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেওয়ার পর তাকে নিয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক দিয়ে নরসিংহপুর যাওয়ার সময় তিনি চিৎকার করার পর উদ্ধার পান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply