নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভুয়া পুলিশ সুপার (এসপি) রাছেল পাটোয়ারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (২ মার্চ) বিকালে আটক ভুয়া এসপি রাছেল পাটোয়ারীকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ।
আটক রাছেল পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার চর বাকিলা গ্রামের ফিরোজ পাটোয়ারীর ছেলে।
পুলিশ জানায়, এর আগের সপ্তাহে হাজীগঞ্জ থানা রোডের হৃদয়ের সেলুনে শেভ করতে গিয়ে নিজেকে এসপি পরিচয় দেন রাছেল পাটোয়ারি। ওই সময় সেলুনকর্মীদের কাজের ব্যস্ততায় কৌশলে তাদের দুটি ফোন নিয়ে পালিয়ে যান। এরপর ওই মোবাইল হাজীগঞ্জ বাজারের মসজিদ মার্কেটের একটি দোকানে ১৫ হাজার টাকায় বিক্রি করেন।
ভুক্তভোগী সেলুন মালিক হৃদয় জানান, চুরির ওই ঘটনার পর রাছেল পাটোয়ারীকে সিসি ফুটেজ দেখে শনাক্ত করে ধরার চেষ্টা করা হয়।
হাজীগঞ্জ বাজারে থানা রোডের এলাকায় ঘোরাঘুরি করতে দেখে রাছেল পাটোয়ারীকে আটক করে পুলিশে দেওয়া হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, রাছেল পাটোয়ারী একজন প্রতারক। পুলিশের বিভিন্ন পদবি ব্যবহার করে দেশের বিভিন্নস্থানে প্রতারণা করে আসছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply