আনোয়ার হোসেন, ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় মীম (২৫) আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকালে মীম তার মেয়ে কে স্কুলে রেখে বাসায় চলে আসে। স্কুল ছুটির সময় হলে স্কুল থেকে ফোন করে, কিন্তু ফোন বন্ধ থাকায় মীমের শাশুড়ী মেয়েকে স্কুল থেকে আনতে বলে মীমের শুশুর কে, শুশুর তার নাতিকে স্কুল থেকে বাসায় নিয়ে এসে পুত্র বধুর ঝুলন্ত লাশ দেখতে পায় পরে ৯৯৯ থানায় ফোন করলে পুলিশ লাশ উদ্ধার করে।
থানা পুলিশের উপপরিদর্শক নুর কাশেম জানান লাশ উদ্ধার করেছি ময়নাতদন্তের পর বলা যাবে হত্যা না আত্বহত্যা।
মীম ভালুকা পৌরসভার ৩ নং ওয়ার্ডে মনিরুজ্জামান সেলিমের বাসায় ভারা থাকতেন। সে আশরাফুল আলম বাবুর স্ত্রী।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply