আনোয়ার হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ কৃষি ব্যাংক ভালুকা উপজেলার শাখা সমূহের আয়োজনে “ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক, মুখ্য আঞ্চলিক কার্যালয়, ময়মনসিংহ (দঃ) এর মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপমহাব্যবস্থাপক) সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংক, ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জামিল আহমেদ।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা কৃষি অফিসার জেসমিন জাহান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সাইদুর রহমান, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (শাখা নিয়ন্ত্রন ও ব্যবসা উন্নয়ন বিভাগ) কে.এম হাবিব-উন-নবী, উপমহাব্যবস্থাপক (পরিপালন বিভাগ) মোঃ গাজীউর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মাহমুদুল আলম চৌধুরী, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, উপমহাব্যবস্থাপক (পরিচালন) কমলেশ চন্দ্র দেবনাথ, ভালুকা কৃষি ব্যাংকের ব্যাবস্থাপক প্রমুখ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply