আনোয়ার হোসেন তরফদার, ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে মোঃ জুনায়েদ সরকার (১২) ও তাহমিনা আক্তার (১০) নামে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল উত্তর পাড়া গ্রামে। মৃত দুই শিশু তারা একে অপরে চাচাতো – জেষ্ঠাতো ভাই বোন।
স্থানীয়রা জানান, ঘটনার সময় উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল উত্তর পাড়া গ্রামের বিল্লাল হোসেন সরকারের ছেলে বনকুয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মোঃ জুনায়েদ সরকার (১২) ও প্রবাসী রুপচাঁন সরকারের মেয়ে, নিঝুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী তাহমিনা আক্তার (১০) ও তাহমিনার ছোট বোন তামান্না আক্তার (৮) গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়ার মাঝে বাড়ীর পাশে ঝড়ে পড়া আম কুড়াতে যায়।
আম কুড়ানোর পর তারা বাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া নিঝুরী খাল সংলগ্ন সদ্য খননকৃত একটি খাদে সাঁতার কাটতে না্মেন। সাঁতার কাটতে কাটতে তারা আর খাদ থেকে উঠতে পারছিলেন না। পরে দুইজনে ভাই বোন মিলে সবার ছোট বোন (শিশু) তামান্নাকে পানি থেকে তুলে বাড়ীতে পাঠিয়ে খবর দিতে বলে। ছোট শিশু তামান্নার খবর পেয়ে বাড়ীর লোকজন ছুটে যান এবং পানি থেকে তাদের উদ্ধার করে। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সাবেক ইউপি সদস্য শাহজাহান খান জানান, তারা তিন ভাই বোন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিঁজে ঝড়ে পড়া আম কুড়াতে যায়। আম কুড়ানোর পর বাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া নিঝুরী খাল সংলগ্ন সদ্য খননকৃত খাদে সাঁতার কাটতে নেমে দুই ভাই বোনের মৃত্যু হয়। এবং সবার ছোট্ট শিশু তামান্না বেঁচে যায়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply