বৃহত্তর ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সভাপতি পল্টন দাস
আগামী দুর্গা পুজায় সকল হিন্দু সম্প্রদায়ের মন্দির ও পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তার জন্য ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) বৃহত্তর ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সভাপতি পল্টন দাস।
৬ সেপ্টেম্বর শুক্রবার এক অভিনন্দন বার্তায় তিনি আরো বলেন, ১৯৩৪ সালে ব্রিটিশ আমলে আসামে লাইনপ্রথা আন্দোলনে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলকে ঐক্যবদ্ধভাবে শাসক এবং শোষকের বিরুদ্ধে ও আমরা শোষিত মানুষের পক্ষে মওলানা ভাসানী। ১৯৭২-১৯৭৫ সালে আওয়ামী বাকশালের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে মাওলানা ভাসানীর ভূমিকা। ১৯৭৬ সালের ঐতিহাাসিক ফারাক্কা লংমার্চে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে মাওলানা ভাসানীর ভূমিকা।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বিশ্বাস করি। অন্তর্বর্তীকালীন সরকার হিন্দু জনগোষ্ঠীর কল্যাণে কাজ করবে বলে আমাদের বিশ্বাস এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যার হুকুমদাতা ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান।
বিশেষ করে শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরে বিগত আওয়ামী স্বৈরাচারের পেতাত্বাদের চক্রান্ত থেকে মন্দির রক্ষা করতে সার্বক্ষনিক এবং পুজা চলাকালীন স্থানীয়দের সম্পৃক্ততায় একটি পরিচালনা কমিটি গঠনে ধর্ম উপদেষ্টা মহোদয়ের সহযোগিতা একান্ত কাম্য।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply