ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার শতাধিক গ্রাহকের মালামাল লুট হয়েছে। এ ঘটনায় দায়িত্বে থাকা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ী শাখাওয়াত হোসেন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
থানায় করা অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার হবিরবাড়ীর আমতলী এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ী শাখাওয়াত হোসেনের শতাধিক গ্রাহকের লাগানো সংযোগ ক্যাবলের লাইন কেটে মালামাল লুট করে নিয়েছে একই এলাকার সুজন, রায়হান, সাইফুল ও সিরাজুল নামে কয়েক ব্যাক্তি। ঘটনার পর ইন্টারনেট সেবা গ্রহীতারা বিপাকে রয়েছে। ভুক্তভোগী জানায়, উল্লেখিত ব্যাক্তিরা এর আগে তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তার ব্যবসার জোরপূর্বক ইন্টারনেট সংযোগ লাইন কেটে বন্ধ করে রাখেন। এ ঘটনায় সাখাওয়াত হোসেন থানায় অভিযোগ দেওয়ার পর থেকে খুন জখমের হুমকি দিচ্ছেন ওই ব্যাক্তিরা। এ ঘটনায় অভিযোক্তদের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
ভালুকা মডেল থানার অভিযোগ তদন্তকারী এসআই রাশেদুল ইসলাম জানান, ইন্টারনেট সেবার মালামাল লুটের ঘটনায় অভিযোগ পাওয়ার পর তদন্ত চলমান রয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply