আনোয়ার হোসেন, ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো বাতাসে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপড়ে পড়লো তিনটি গাছ। এতে মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উপড়ে পড়া গাছটি সড়িয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সোমবার (২৭ মে) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবার ভান্ডাব এলাকায় ঘটনাটি ঘটে।
ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমন বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো বাতাসে তিনটি গাছ ভেঙে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপড়ে পড়ে যায়। এতে যানবাহনে চলাচলে বাধাগ্রস্ত করে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ৪০ মিনিটের চেষ্টা তিনটি গাছ কেটে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান আরও বলেন এঘটনায় কেউ নিহত বা আহত হয় নাই।
ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, সড়কে গাছ পড়ার সাথে সাথে ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে কাজ করে গাছ কেটে সরিয়ে ফেলে। তবে, এই ঘটনায় সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply