আন্তর্জাতিক হকার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে পুনর্বাসনের দাবিতে হকার বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। পুনর্বাসন ছাড়াও হকার উচ্ছেদ করা চলবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র হকারদের বার বার প্রতিশ্রুতি দিলেও আজঅব্দী কোন প্রতিশ্রুতিই বাস্তবায়ন হয়নি। এ ব্যাপারে হকাররা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
২৬ মে, রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে হকার সমাবেশে সভাপত্বি করেন হকার সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। সমাবেশে বক্তব্য রাখেন হকার নেতা কামাল সিদ্দিকী, খোকন মজুমদার, আবুল কালাম জুয়েল, এম এ খায়ের, মোঃ রফিক, আবুল বাশার নশু মিয়া, বাদল মিয়া, আজিজা সুলতানা, বিউটি বেগম, আবুল কালাম প্রমুখ।
সমাবেশে হকার নেতারা বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বার বার হকারদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফুটপাত থেকে হকার তুলে নিয়ে বায়তুল মোকাররমের পূর্ব গেইট, গুলিস্তানের মার্কেটসমূহের আন্ডারগ্রাউন্ড এবং বঙ্গবাজারে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে মেয়রের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় হকাররা উল্লেখিত স্থানে পুনর্বাসিত হবে। এ ব্যাপারে উদ্ভুত পরিস্থিতির সকল দায়-দায়িত্ব মাননীয় মেয়র ও কর্তৃপক্ষকে বহন করতে হবে। হকার নেতৃবৃন্দ মতিঝিল আইডিয়াল হকার হলিডে মার্কেটে অসহনীয় জবরদস্তিমূলক চাদাবাজির ক্ষোভ প্রকাশ করেন। এখানে চাদাবাজের শীর্ষ নেতা হিসেবে খ্যাত মোল্লাকে গ্রেফতারের দাবি জানানো হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply