January 15, 2025, 7:19 am

তথ্য ও সংবাদ শিরোনামঃ
জেলা প্রশাসককে খেলাফত মজলিসের বই উপহার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ ছাত্রলীগ নেত এখন যুবদল নেতার পরিচয়ে করছে অপকর্ম, অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। ভারত ও বাংলাদেশের সেনাপ্রধান পাঁচ অগাস্ট সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন,জানালেন ভারতীয় সেনাপ্রধান। ৭২’র সংবিধান বাতিল করার বিরুদ্ধে ৩৬ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার তীব্র প্রতিবাদ তাবলিগে জোবায়েরপন্থি বলে কিছু নেই, সঠিক শব্দ শুরায়ী নেজাম। সাহিত্যে রফিকুল হক দাদু ভাইয়ের অসামান্য অবদান রয়েছে ….. লায়ন গনি মিয়া বাবুল মুন্সিগঞ্জে ডেভোলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্রবাসীর উপর হামলা বা দ্রব্যমূল্য বৃদ্ধি জনবিরোধী : মোমিন মেহেদী পলাতক আসামী যুবলীগের শাহজাহান বিএনপি নেতা বাবুলের ছত্রছায়ায় বেনাপোল সীমান্তে অবৈধ ভারতীয় পন্য আটক। বেনাপোল সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে পণ্যসামগ্রী ও মাদক জব্দ-আটক ১ রহস্যের ঘেরাটোপে সুন্দরী অভিনেত্রী রেখা বলিউড কাঁপিয়ে কোটি কোটি মানুষের হৃদস্পন্দন ভালুকায় শীতার্ত অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ ভালুকায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আন্ত ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। ভ্যাট বাড়ানোর উদ্যোগ প্রত্যাহারের দাবি, কাজ না হলে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে। হৃদয়ে পতাকা ২ মার্চ এর কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিলেন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব ছাএলীগ, ছাত্রদলের সংঘর্ষে মুন্সিগঞ্জে আহত ১০ ৪৯ বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্যসহ ও মাদকদ্রব্য আটক। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করছে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল মুন্সিগঞ্জে কারাতে শিক্ষার্থীদের মাঝে ব্লাক বেল্ট ও সনদপত্র প্রদান  প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সোনিয়া আক্তারে সহায় সম্পতি আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন রাস্তার উপরে থাকা বৈদ্যুতিক খুটি যেন মরন ফাদ ! টঙ্গীবাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত মরহুম ছায়েদ উল্লাহ ভূঁইয়া’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ-দোয়া অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী শাহজাহান ও তার গুন্ডা বাহিনীর গ্রেফতার চায় গোদনাইলবাসী চ্যানেল আইয়ের রূপান্তার অনুষ্ঠানে বশির আহমেদ এর পরিবারের চার শিল্পী জাতীয় বীর আ স ম আবদুর রবের ৮০তম জন্মদিনে হৃদয়ে পতাকা ২ মার্চ এর অভিনন্দন প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানব বন্ধন ভালুকায় হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ

জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৮ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ

জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৮ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ

অদ্য ৩০ আগস্ট, রোজ- শুক্রবার, বিকাল ৩:৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান সহিংসতা বন্ধ, জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ ও লাঞ্ছিত করার প্রতিবাদে, কর্মস্থানে হয়রানি বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দুর্গাপূজার তিনদিনের সরকারি ছুটিসহ ঘোষিত ৮ দফা দাবীতে সনাতন অধিকার মঞ্চ (এসআরএম)-এর উপদেষ্টা অধ্যাপক অশোক তরু মহোদয়ের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দিপঙ্কর শিকদার দিপু, শারদাঞ্জলী ফোরামের সিনিয়র সহ-সভাপতি রতন চন্দ্র পাল, মাইনরিটি জনতা পার্টির সভাপতি শ্যামল রায়, হলি ফ্যামিলি রোড ক্রিসেন্ট নার্সিং কলেজের সহকারী অধ্যাপক সোনালী রানী দাস (যাকে জোর পূর্বক পদত্যাগে বাধ্য ও লাঞ্চনা করা হয়েছে), আদ্রীশ আদিত্য মন্ডল, অধ্যক্ষ মহাবিদ্যালয় কয়রা খুলনা (যাকে জোর পূর্বক পদত্যাগে বাধ্য ও লাঞ্চনা করা হয়েছে), ভক্তসংঘ সোসাইটির সাধারণ সম্পাদক অনীল পাল, বিশিষ্ট আইনজীবী এডভাকেট জিতেন্দ্র বর্মন, সচেতন হিন্দু পরিষদের সভাপতি এডভোকেট প্রভাস তন্ত্রী, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) এর সহ-সভাপতি চিকিৎসক বাসু দেব রায় চন্দন, সনাতন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মোহন সরকার, ব্যবসায়ী প্রতিনিধি দুলাল সরকার, বাংলাদেশ হিন্দু পরিষদের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মিঠু সাহা,  প্রমুখ ব্যক্তিবর্গ।

বক্তাগণ উক্ত প্রতিবাদ সমাবেশে চলমান সহিংসতা বন্ধ, জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ ও লাঞ্ছিত করার প্রতিবাদে, কর্মস্থানে হয়রানি বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দুর্গাপূজার তিনদিনের সরকারি ছুটিসহ ঘোষিত ৮ দফা দাবী বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর প্রতি সুদৃষ্টি আকর্ষন করেন।

অত্র সংগঠনের সার্বিক তত্বাধায়ক ও বাংলাদেশ সনাতন পার্টি এবং বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সুমন রায় বলেন, আমরা আন্দোলন করতে চাই না, আমরা আমাদের অধিকার চাই, আমরা নিরাপত্তার সাথে এদেশে বসবাস করতে চাই। কিন্তু দুঃখের বিষয় হলো আওয়ামী লীগ সরকারের আমলে যখন আমরা সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আন্দোলন করেছি তখন আমাদেরকে জামায়াত-বিএনপির এজেন্ট বলা হয়েছে। আর এখন যখন আমরা সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে আন্দোলন করছি তখন আমাদের আওয়ামী লীগের এজেন্ট ও ভারতের দালাল বলা হয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কারো দালালি করতে চাই না। কখনও করিও নাই, ভবিষ্যতেও করবো না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সংবিধান অনুযায়ী আমাদের অধিকার চাই। অনতিবিলম্বে ৮ দফা দাবিসহ সনাতনী সম্প্রদায়ের যৌক্তিক দাবি পুরণ করা না হলে সারা বাংলাদেশে সনাতনী সম্প্রদায়সহ দল-মত নির্বিশেষে সকল অসম্প্রদায়িক নাগরিকদের সাথে নিয়ে সনাতনি অধিকার আদয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে এবং তিনি ঘোষণা করেন আগামী বৃহস্পতিবারের মধ্যে সনাতনী সম্প্রদায়ের ঘোষিত ৮ দফা দাবি পূরণ না হলে এবং শিক্ষকদের স্বপদে বহাল ও লাঞ্চিত করা ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আগামী শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকাল সাড়ে ৪ ঘটিকায় প্রতিবাদ সমাবেশ ও শহীদ মিনার থেকে প্রেসক্লাব পর্যন্ত মশাল মিছিল করা হবে।
এডভোকেট প্রভাষতন্ত্রী ঘোষণা করেন যে, সনাতন অধিকার মঞ্চ-এর আইনজীবী প্যানেলের মাধ্যমে জোর পূর্বক পদত্যাগ শিক্ষকদের পক্ষে স্বপদে বহালের জন্য বিনামূল্যে মহামান্য সুপ্রিম কোর্টে রিট দায়ের করার এবং লাঞ্চিত কোন শিক্ষক লাঞ্চিতকারী ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে চাইলে বিনামূল্যে আইনগত সহায়তার ঘোষণা প্রদান করেন।

মাইনরিটি জনতা পার্টির সভাপতি শ্যামল রায় বলেন, অনতিবিলম্বে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হয়রানী বন্ধ এবং শিক্ষক লাঞ্চিত ছাত্র-ছাত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষকদের স্বপদে দ্রুত পুনর্বহালের জোর দাবি জানান।

এডভোকেট জিতেন্দ্র বর্মন বলেন, অতিদ্রুত চলমান সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করে প্রত্যেকটি ঘটনার সুষ্ঠ তদন্ত করে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরিশেষে সভাপতি অধ্যাপক অশোক তরু মহোদয় উপরোক্ত দাবি দ্রুত মেনে নিয়ে সামনে আসন্ন দুর্গাপূজা সনাতনী সম্প্রদায় যাতে নির্বিগ্নে নিরাপদে পালন করতে পারে তার যথাযথ ব্যবস্থা করার জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com