ঋতম্ভরা বন্দ্যোপাধ্যায়: উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব যেমন ঐতিহাসিক তেমনি প্রাচীনতম দুর্গা পূজার অন্যতম। বৃটিশের হাত থেকে দেশকে উদ্ধার করতে বিপ্লবীদের সমাবেশের একটি উল্লেখযোগ্য আড্ডাও ছিল এই দুর্গা পুজা।
স্বাধীনতা আন্দোলনের পুরোধা নেতাজি সুভাষচন্দ্র বসুর উপস্থিতিও ছিল এককালে। দীর্ঘ শত বর্ষেরও অনেক পুরোনো এই দুর্গা মণ্ডপে দুর্গা মূর্তির অবয়ব শুরু থেকে রয়েছে এক চালার মধ্যে সাবেকি মূর্তি। আজো কোন পরিবর্তন হয় নি।
চারদিন ব্যাপী এই দুর্গা পুজায় দর্শকদের ভিড় সবচেয়ে বেশি উপচে পড়ে উত্তর কলকাতার এই মণ্ডপে। গঙ্গার ধারে বিশাল এলাকা জুড়ে আরাধনা করা হয় দেবী দুর্গার। হোর্ডিং, পোস্টার,রকমারি স্টল,রেস্টুরেন্ট পুরো মণ্ডপ প্রাঙ্গনটিকে ঘিরে থাকে।
শহরতলীর যারাই কলকাতায় আসেন দুর্গা পুজা দেখতে তাদের তালিকায় বাগবাজারের সার্বজনীন দুর্গা পুজা মন্ডপ থাকবেই। দর্শকদের ভিড় সামলানোর জন্য দৈনিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অনেক সময় দর্শনার্থীদের লাইন এক কিলোমিটার আগে থেকেই শুরু হয়। পুরো পথে ব্যারিকেট দিয়ে আটকে বাঁশ দিয়ে ঘিরে দুটি পৃথক লাইন করা হয়। একটি পুরুষদের,অপরটি মহিলাদের। পুলিশ ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন ও সিভিক পুলিশ শৃঙ্খলা রক্ষা করে। ভিড়ের চাপে কেউ অসুস্থ হয়ে পড়লে এম্বুলেন্স, মেডিক্যাল সেন্টার রাখা হয়েছে চিকিৎসার জন্য।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply