মোঃ আনিসুর রহমানঃ সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত নুদরাত জাহান নোশিন ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চায়। নুদরাত জাহান নোশিন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের মোঃ নাসির উদ্দিন ও ফাতেমা আক্তার দম্পতির জৈষ্ঠ্যসন্তান।
নোশিন এবছর ঢাকা বোর্ডের অধীনে উত্তরা রাজউক মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। নোশিন ভবিষ্যতে চিকিৎসক হয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করে দেশের মানুযের সেবায় কাজ করতে চায়।
এর আগে ও উত্তরা রাজউক মডেল স্কুল এন্ড কলেজ থেকে নোশিন পিএসসি, জেএসসি ও এসএসসি ( বিজ্ঞান বিভাগ) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
পরীক্ষার ফলাফলের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুদরাত জাহান নোশিন বলেন, আলহামদুলিল্লাহ সকলের দোয়া, পিতামাতা ও শিক্ষকদের পরিশ্রম এবং নিজের প্রচেষ্টায় ভাল করতে পেরেছি। ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে পারি, তার জন্য সকলের দোয়া কামনা করছি।
উল্লেখ্য, নুদরাত জাহান নোশিন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিমের বড় ভাই নাসির উদ্দিনের জৈষ্ঠ্যকন্যা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply