১২ ডিসেম্বর বৃহস্পতিবার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে অস্থায়ী মঞ্চে সকালে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল, বাবুল বিশ্বাস, সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিমসহ সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও ভাসানী অনুসারী পরিষদের বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষেও স্ব স্ব সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম প্রমুখ নেতৃবৃন্দ।
সকাল থেকেই ভাসানী সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা শহীদ মিনারে দেশাত্ববোধক গান ও গণসংগীত পরিবেশন করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply